ও৩ম্
পুরাণ শব্দের প্রাচীন ব্যবহার: কৌটিল্যের অর্থশাস্ত্রের প্রমাণ
১. পূর্ববর্তী অংশের সংক্ষিপ্ত পর্যালোচনা
আমরা
আগের
দুই
অংশে
বেদ,
উপনিষদ
এবং
শঙ্করভাষ্যে যে
'পুরাণ'
শব্দ
এসেছে,
তার
মীমাংসা করেছি।
এই
বিশ্লেষণে দেখিয়েছি যে,
এখানে
ব্যবহৃত 'পুরাণ'
শব্দের
কোনও
সম্পর্ক নেই
অশ্লীল
১৮
পুরাণের সাথে।
২. কৌটিল্যের অর্থশাস্ত্রে পুরাণ শব্দের প্রমাণ
গ্রন্থের প্রাচীনত্ব
কৌটিল্যের অর্থশাস্ত্র প্রায়
৩৫০০
বছর
পুরানো
গ্রন্থ,
যা
অষ্টাদশ পুরাণের রচনা
থেকে
বহু
পূর্বে রচিত।
পুরাণ শব্দের উল্লেখ
কৌটিল্য নিজ
অর্থশাস্ত্রে পুরাণ
শব্দের
প্রয়োগ
করেছেন:
"পূর্ব অহর-ভাগম্ হস্ত্য-আশ্ব-রথ-প্রহরণ-বিদ্যাসু বিনয়ম্
গচ্ছেত্।। ১/৫/১২।।
পস্চিমম্-ইতিহাস-শ্রবণে।। ১/৫/১৩।।
পুরাণম্ ইতিবৃত্তম্ আখ্যায়িক-উদাহরণম্ ধর্ম-শাস্ত্রম্ অর্থ-শাস্ত্রম্ চৈতিহতিহাসঃ।। ১/৫/১৪।।"
দিনের কার্যক্রমের বর্ণনা
কৌটিল্য স্নাতকদের জন্য
দিনের
পূর্বভাগে হাতি,
ঘোড়া
বা
রথ
বিদ্যার অধ্যয়ন
এবং
দিনের
শেষভাগে ইতিহাস
ও
পুরাণ
অধ্যয়ের কথা
উল্লেখ
করেছেন।
৩. পুরাণ শব্দের প্রকৃত অর্থ
ইতিহাসের ব্যাখ্যা
কৌটিল্য সূত্র
১৩-তে ইতিহাস শব্দের
ব্যাখ্যা করে
বলেছেন
যে,
প্রাচীন চরিত্র,
আখ্যান,
এবং
ধর্মশাস্ত্রই ইতিহাস।
পুরাণ শব্দের প্রাচীন অর্থ
এখানে
'পুরাণ'
শব্দটি
কোনও
অশ্লীল
গ্রন্থের জন্য
নয়,
বরং
প্রাচীন অর্থে
ব্যবহৃত হয়েছে,
যা
ইতিহাসের প্রতীক।
ন্যায়দর্শনে পুরাণ শব্দের ব্যবহার: বাৎস্যায়ন ভাষ্যের বিশ্লেষণ
১. ন্যায়দর্শনে পুরাণ শব্দের প্রয়োগ
মহর্ষি
গৌতম
রচিত
ন্যায়দর্শনে মুনি
বাৎস্যায়নের ভাষ্যে
পুরাণ
শব্দের
ব্যবহার লক্ষ্য
করা
যায়।
প্রমাণ
বাৎস্যায়ন লিখেছেন:
"প্রমাণেন খলু
ব্রাহ্মণেন ইতিহাসপুরাণস্য প্রমাণ্যমভ্যুপগম্যতে। তে
বা
খল্বেতেऽথর্বান্গিরস এজদিতি-
হাসপুরাণস্য প্রামাণ্যমভ্যবদন..."
এখানে
'ইতিহাসপুরাণ' শব্দটি
একবচনে
ব্যবহৃত হয়েছে,
যা
নির্দেশ করে
যে
এটি
একটি
একক
শব্দ,
দ্বিবচনে নয়।
২. ইতিহাসপুরাণ শব্দের ব্যাখ্যা
ইতিহাস ও পুরাণের একক অর্থ
মুনি
বাৎস্যায়ন 'ইতিহাসপুরাণ' শব্দটি
একই
অর্থে
ব্যবহার করেছেন
এবং
তা
পৃথক
নয়।
ব্রাহ্মণ গ্রন্থে প্রাচীন ইতিহাস
তিনি
উল্লেখ
করেছেন
যে
ব্রাহ্মণ গ্রন্থে এমন
বচন
পাওয়া
যায়,
যার
মধ্যে
প্রাচীন ইতিহাসের প্রমাণ
রয়েছে।
৩. ছান্দোগ্য উপনিষদের প্রমাণ
ছান্দোগ্য উপনিষদে পুরাণ
মুনি
বাৎস্যায়ন তাঁর
ভাষ্যে
ছান্দোগ্য উপনিষদের উল্লেখ
করে
বলেন,
সেখানে
'ইতিহাসপুরাণ' শব্দটি
ব্যবহার করা
হয়েছে।
পুরাণের অর্থ ইতিহাস
আদি
শঙ্করও
ছান্দোগ্য উপনিষদে পুরাণ
শব্দের
অর্থ
ইতিহাস
করেছেন।
উপসংহার
এই
আলোচনায় স্পষ্ট
হয়
যে
ন্যায়দর্শনেও 'পুরাণ'
শব্দ
অষ্টাদশ পুরাণের অর্থে
ব্যবহৃত হয়নি,
বরং
প্রাচীন ইতিহাসের অর্থে
প্রয়োগ
হয়েছে।
অষ্টাদশ পুরাণের প্রামাণিকতা
যখন
দর্শনের রচনা
হয়েছিল,
তখন ১৮
পুরাণের অস্তিত্ব ছিল
না।
